পয়সাবিহীন যা পাওয়া যায়
তা হলোরে, উপদেশ!
চলতি পথে উঠতে বসতে
কখনও যে হয় না শেষ।


থাকতে নয়ন অন্ধ যারা
তারা চালায় প্রশাসন,
শাসন-নামে শোষণ করে
তবু, তারা পায় তোষণ।


যারা বেশি মিথ্যা বলে
তারাই যে হয় দেশনেতা
হম্বিতম্বি করে বেড়ায়
কথার তোড়ে হয় ত্রাতা।


দমন করা যায় না যাদের
দুর্নীতিবাজ তাদের কয়
যারা দমন করবে তারা
ওদের সাথেই মিশে রয়।


অসম্ভবও সম্ভব হয়
ইউটিউবের চ্যানেলে
সত্য মিথ্যা যায় না বোঝা
সেখানে যে কী বলে?


জি-বাংলার সিরিয়ালের
কাহিনী তো হয় না শেষ
কূটনামির ছলচাতুরী  
নাই যে কোন উপদেশ।


দুঃখ যারা সহ্য করেন
তাদের নাম হয় জনগণ
মরে যাবে তবুও তারা
করবে না তো লড়ার পণ।


প্রতিবাদী কণ্ঠে এবার
আয় বেরিয়ে শক্তিধর!
মনে রেখো, বাঁচতে হলে
লড়তে হবে জীবনভর।


০৭/০৭/২০২০
মিরপুর, ঢাকা।