কথার আগে সালাম দেবে ধর্মমতে পরস্পরে,
সমাজ-মানুষ যেমনটি চায়। ঘরে-বাইরে,কর্মক্ষেত্রে,
হাট-বাজারে সকল স্থানে; এই কথাটি মনে রেখো।
সতর্কতার সাথে সাথে সুন্দরতায় মিষ্টি-কোমল
মধুর-স্বরে বলবে কথা। শব্দগুলো হয় যেন তা'-
ভদ্রতর, পরিণত, বুদ্ধিদীপ্ত, বিনয়িত।
স্মরণ রেখো, ওহে মানুষ! এই আমাদের সকল কথাই
রক্ষিত হয় যত্ন করে সেলুলয়েড মানুষ মনে।
কথাগুলো তীরের মতো ছিলা ছেড়ে যায় যদিবা,
আর ফিরানো যায় না তারে তীরন্দাজের সেই তূণীরে।


নারী-পুরুষ, বিশ্বাসীরা! কথা বলো নম্রভাবে,
আহ্লাদী সে ভাবখানিরে দূরে রেখে। মনে রেখো,
এনোতেনো যেনভাবে বলো নাকো ভাবের কথা;
যাতে দোলে মৃদু তালে কাম-দোলনা চোখে মুখে।
পরিবারের সবার প্রতি ক্ষমার নীতি গ্রহণ করে
কথার মালা গেঁথে যাবে; সংসারময় সুখের লহর
বয়ে যাবে। সকল সময় মূর্খজনে এড়িয়ে যাবে
সাধ্যমতো; কখনো সে কথার মর্ম বোঝে না যে।
সকল মানুষ কথা বলো- সত্য এবং সুন্দরতায়,
আনন্দময় ন্যায়ের পথে, পূণ্য-পাপের কথা ভেবে।


০৩/০৮/২০১৮
মিরপুর, ঢাকা।