কোথায় খোঁজ কোন প্রভুরে?
পাইলে না মন কোনো দিশে;
রয় যে প্রভু বিশ্বব্যাপি',
আদমে গোপনে মিশে॥


কেবা আল্লাহ? কেবা রাসুল?
মরুতে ফোটায় কেবা ফুল?
মন ভ্রমরা হয়ে ব্যাকুল
ঘুরে মরে অহোর্নিশে॥


সাধন ভজন করলে না মন,
মোহের টানে চালাও জীবন,
পাপের পথে করলে শরণ
নিজেকে ডুবাইলে বিষে॥


কুলবিল মুমিন আরশে আল্লাহ,
তাঁর নামে হও ফানা-ফিল্লাহ,
আল্লাহ ছাড়া নাই আর লিল্লাহ,
মন তুমি আজ আছো কিসে?॥


(গীতিকবিতা)