ফুলের ঘায়ে মুর্ছা গেলে বাঁচবি রে তুই কেমন করে?
জীবন তো নয় ফুলবিছানা; কাটায় ভরা জানিস নারে!
ভালোবাসায় পড়ে যদি অশ্রুজলে হোস রে নদী,
কান্না ঝরাস নিরবধি
(তুই) ঝর্ণার মতো যাসরে ঝরে।
প্রেমপিরিতি যুগে যুগে আনছে যুদ্ধবিগ্রহ,
ট্রয় পুড়ে যে ছাই হলো রে হেলেন হলেন নিগ্রহ।
প্রেম দোলনাতে দুলতে গিয়ে
(যদি) দোলনা বাঁধিস মিথ্যে দিয়ে;
গর্তে পড়বি দড়ি ছিঁড়ে দুলতে তুই পারবি নারে।


১৭/০২/২০২১
মিরপুর,ঢাকা।


(গীতিকবিতা)
ছন্দ- স্বরবৃত্ত