অদ্ভুত নিস্তব্ধতায় ডুবে আছে আমার স্বদেশ!
শীতাতপ ঘরে কথিত দেশপ্রেমিক-নেতা-কর্মী
গরম কথার সমাবেশ করে; জ্বালিত সন্দেশ
বের হয় পত্রপত্রিকায়। যেন দূরদৃষ্টিধর্মী
কোন এক রাজকন্যা এসে জনগণের শান্তির
জন্য মিছিলে শ্লোগান দেবে- 'গণতন্ত্র মুক্তি পাক।
দুষ্টক্ষতে জর্জরিত সমাজের সকল ভ্রান্তির
অবসানকল্পে, দুর্বৃত্তরা সদলে নিপাত যাক'।


ওরা শীতাতপ ঘরে শব্দঝড়ে ফেনা তোলে মুখে;
অতঃপর, ট্যিসু দিয়ে মুছতে মুছতে হেসে ওঠে!
গণিকারা কর্মশেষে সঠিক পাওনা পাওয়ার সুখে
হাসে যেমন; তেমন হাসি জাগে তাহাদের ঠোঁটে।
হায়! লক্ষ প্রাণে কেনা আমার সোনার বাংলাদেশ!
চেয়ে আছি অপলক, দুঃখ-ক্লেশ কবে হবে শেষ?


০৯/০৬/২০২২
মিরপুর, ঢাকা।