''লক্ষ্মীসোনা, জানু আমার করছি তোমায় মিস,
বাসা আমার খালি এখন, এসো দিতে কিস।
সবাই গেছে যে যার কাজে, একা আমি বাড়ি,
তোমায় ছাড়া শূন্য লাগে, এসো তাড়াতাড়ি।
একলা আমি একলা ঘরে, মন করে আনচান,
এসো, তুমি আমার ঘরে, ওগো জানের জান''।


''না, যাবো না তোমার বাড়ি, অন্যজনের তুমি,
এখন তো আর নওকো তুমি আগের ফসল-ভূমি।
সঙ্গী তোমার অনেক ভালো, সুন্দর তার মন,
ভালোবাসার প্রেমডোরে করো তাঁর যতন।
নারী-পুরুষ থাকলে দুজন নির্জন এক ঘরে,
শয়তানেরা সাথে বসে অপকর্ম করে''।


''জানু, তুমি অনেক লাজুক কিসের এতো ডর?
বিয়ে যেথায় হোক না আমার, আমরা বউ ও বর।
তোমার হাতের পরশ পেলে স্বর্গসুখে মরি,
এসো, আমার বুকের কাছে জড়িয়ে তোমায় ধরি।
তুমি আমার প্রথম মানুষ, ভালোবাসি আমি,
সাত রাজার ধন চাইতে তুমি অনেক বেশি দামি''।


ছলাকলায় ভুলে গিয়ে যায় সে তখন গলে,
রঙ্গখেলায় সঙ্গ দিলো সকল কিছু ভুলে।
গোপন করে ছবি তোলে সিসি ক্যামেরায়,
ভয় দেখায়ে সুযোগ মতো শুধুই তাকে চায়।
প্রতিদিনই চায় সে এখন রঙ্গরসের সুখ,
অবৈধ প্রেম আনে মনে অনেক বেশি দুখ।


কথার তোড়ে মজে গিয়ে মজিস না আনন্দে,
উল্টোস্রোতে নামবে জোয়ার জীবন চলার ছন্দে।
ভুলানন্দে মজলে তবে জীবন নষ্ট হবে,
অবৈধ পথ মাড়ায়ে কে সুখ পেয়েছে কবে?
অবৈধতায় মত্ত তুমি হইও নাকো আর,
এই জীবনের সুখ ও শান্তি হবে যে ছারখার।


০২/১০/২০১৯
মিরপুর, ঢাকা।