কৃষকের কারুকাজ তোমার চেতন,
বপন করেছো বীজ ধরনীর মাঠে;
সময়ের পরিসীমা করে নির্ধারন
জল সেচ দাও তাহে কতো চারুপাটে!
আয়াসে-মঙ্গলে রাখো চিরন্তন রীতি,
সময়ের শেষ প্রান্তে করো যে কর্তন;
তোমার ইচ্ছার সুরে বেজে উঠে গীতি,
অনন্তের যাত্রা-পথে গম্ভীর গর্জণ।


তারপর বেছে নাও ভালো এবং মন্দ-
দুইদিকে অগণন ফসলের স্তুপ,
পুষ্টু-সারি একপ্রান্তে; নেই কোন দ্বন্দ্ব,
তুলাদন্ডের বিচারে সকলেই চুপ।
স্বয়ম্ভু কৃষক বিভূ, মানুষ ফসল;
তব করুনার জ্যোতি দাও অনর্গল।


০৯/০৮/২০১৪।
মিরপুর, ঢাকা।