খাও জনগণ কুমড়ো দিয়ে তেলেভাজা 'কুমড়োনি'!
দেখবে তখন কূল পাবে না সুস্বাদু ওই বেগুনি।
লম্বা বেগুন, মোটা বেগুন, গোল বেগুনের চাহিদা
কমিয়ে দিয়ে 'কুমড়োনি' খাও; পাবে অনেক সুবিধা।
কুমড়ো-বেগুন মুখোমুখি, তেলের মুখে পানি,
তেল ছাড়াতো যায় না ভাজা বেগুনি-কুমড়োনি।
বলো, তেলের বিকল্প কি? ভাবছি বসে তা-ই,
উপদেশের মুড়কি ছড়াও তোমরা সর্বদাই।
কেউ বলে খাও 'চাল ছাড়া ভাত, মুন্সীগঞ্জী আলু',
উপদেশের ঝুড়ি উপুড় করছে খালা-খালু।
তাঁরা সবাই পেটিমন্ত্রী, মহামন্ত্রী দেশে,
আমরা গিলি তাদের বাণীর কুইনিন অবশেষে।
ভবিষ্যতে বলতে পারেন, 'খেতে শেখো মাটি,
বাংলার জল-হাওয়া-মাটি সোনার চেয়েও খাঁটি'।
মাটি খাওয়া শিখো মানুষ! ভুলে সকল ভ্রান্তি,
দেখবে জীবন ঘিরে রবে আনন্দ আর শান্তি!


০৮/০৪/২০২২
মিরপুর, ঢাকা।