তোর মাঝে রয় পরমাত্মা!
চলরে ও মন, লা-মোকামে।
ডাকলে একা পাবি দেখা
যে রয়েছে আরশ ধামে॥


রুহু শুধু 'হু হু' করে
আল্লাহ আল্লাহ স্বরে
ইবলিশ রূপে তোরই ঘরে
রয় আজাজিল ঐ শয়তানে;
চলরে ও মন, লা-মোকামে।


মোরাকাবা, মোশাহেদা
ধ্যান সাধনার সব বন্দেগী;
মিছে হবে ভবের মাঝে
মনেতে রয় শয়তান যদি।


খান্নাসরূপি মরদুদের দল
অন্তরে হয় যদি সবল
নরক হবে তোর আবাস্থল
বলেছে ঐ পাক কোরানে;
চলরে ও মন, লা-মোকামে।


১৯/০৯/২০১৮
মিরপুর, ঢাকা।


লা-মোকাম =  মানব জীবনের উচ্চতম আধ্যাত্মিক স্তর; যা লা-মোকামে স্থিতিমান। ইহা এমন এক অবস্থা, যেখানে মানুষের মন বস্তুর মোহবন্ধন হতে মুক্ত। লোভহীন মনের উচ্চতম স্তর হলো, লা-মোকাম।