ছেলে- ঐ ছেড়িরে ধর,
         খাঁচার মইধ্যে ভর,
         খাঁচা গেলো ভাইঙ্গা,
          ছেড়ি দিলো কাইন্দা!


মেয়ে- ঐ ছেড়ারে ধর,
         কইলজা ভাজি কর,
         ত্যাল নাই, নুন নাই,
          হুদাই পাইছে ডর।


ছেলে- পাশের বাড়ির শেলি,
         তার লগে যে খেলি,
         কুতকুত আর কানামাছি,
         তাইতো থাকি কাছাকাছি।


মেয়ে- আমার নাম মিতা,
        চুলে বান্ধি ফিতা,
        কানে পরি দুল,
        লাল গোলাপের ফুল।
        গোলাপ ফুলটি দিতে চাই,
        যে হবি রে আমার ভাই,
        তবে, এখন বাড়ি যাই,
        বাই বাই, টা টা বাই বাই...


ছেলেমেয়ে- বোরকার তলে কোরকার ছাও,
              ও মিয়ারা দেইখ্যা যাও,
              কালা  অইলে লইয়া যাও,
              সুন্দর অইলে থুইয়া যাও।