‘কেউ' হতে আসিনি গো,
        কেউবা বলে, ‘কেটা'!
‘কেউকেটা’ হয়ে আছি,
        বেড়ে যায় ল্যাঠা।


মনে যাহা আসে, তা-ই,
    এটা সেটা লিখে যাই,
          ছন্দের কলা নাই,
              কবিতার জয় গাই।


কেউ বলে- কবিতার,
        কেউ বলে, নই;
আধুনিক কবিতায়
        ফোটে নাকি খই।


কবিতারা কথা বলে,
    খেলা করে ডুব জলে,
        ‘আমি-তুমি' এই বলে,
             ফেনা তোলে কতো ছলে।


কেউ বলে, 'মান্ধাতা,
        বাতিলের ঘরে,
কবিতাকে রেখে দাও
        পাতিলেতে ভরে।'


তাই বলি, 'কবি নই,
      চুপ করে ঘরে রই,
          শুয়ে শুয়ে পড়ি বই,
              খুঁজে যাই, কবি কই?'


ছন্দের কবিতা যে-
        পুরাতন কথা,
কবিতার ব্যাকরণ-
        মিছে বাতুলতা।


লজ্জায় ডরে ডরে
     বসে থাকি একা ঘরে,
          কবিতারা কেঁদে মরে,
              কবি হবো কিবা করে?


০১/১০/২০১৭
মিরপুর, ঢাকা।