বলছে সবাই, হতে হবে বড়,
লেখাপড়া করতে হবে তাই;
অর্থ-বাড়ি-গাড়ি হলে জড়ো,
সোসাইটিতে বাড়বে মর্যাদাই।


বন্ধু-বান্ধব, পরিচিতজনে
বলছে আমায় করো লেখাপড়া,
জজ-ব্যরিস্টার, মন্ত্রি-ফন্ত্রী বনে
সুখে রবে, জীবন হবে গড়া।


কেউবা বলছে, চালাক চতুর হও,
বুদ্ধি রেখো নিজের হিসাব নিতে;
স্বার্থসিদ্ধির তেলের ডিব্বা লও
থাকতে চাইলে সুখে পৃথিবীতে।


সবার পরামর্শ হলো ভবে,
স্বার্থবাদী নেকড়ের ন্যায় হতে;
বিত্ত-সুখের সকল অসম্ভবে
উর্দ্ধপানে সিঁড়ি বেয়ে যেতে।


বাবা এবং মা বলছেন, 'খোকা,
লেখাপড়া করে মানুষ হও;
কাউকে তুমি দিও নাকো ধোকা,
সবার আপন হয়ে বেঁচে রও'।


০৫/০৪/২০২২
মিরপুর, ঢাকা।