মাঝি হবো আমি, হবো যে তোমার মাঝি,
ভাসাতে আমার নৌকাখানিরে
জলজ অতল নীল সরোবরে;
হও যদি তুমি রাজি।
মাঝি হবো আমি, হবোই তোমার মাঝি।


আমার নায়ের মাস্তুলে তাই উড়াই রঙিন পাল!
বাতাসের ঘায়ে হয় সে উন্মাতাল।
গুণটানা শেষে ঘর্মক্লান্ত,
কম্পনরত বুকের মাঝেই শুয়ে রবো; তাই,
ধরিয়াছি আজ এই জীবনের বাজি।
মাঝি হবো আমি, হবোই তোমার মাঝি।


খাল-বিল-নদী-সাগর সেঁচিয়া
মুকুতা আনিবো তোমার লাগিয়া
হে আমার প্রিয়া! চরণে রাখিবো প্রেমের প্রতীতি
সযতনে;  ভরে দেবোই তোমার শূন্য ফুলের সাজি।
মাঝি হবো আমি, হবোই তোমার মাঝি।


০৯/০১/২০২১
মিরপুর, ঢাকা।