মাঝি!
ওগো, ও পরান মাঝি!!
কোথায় তোমার দেশ?
বলো, কোথা থেকে তুমি এসেছো এখানে?
কোন সমুদ্রের পাড়ে তোমার বসতি?
ঝঞ্ঝাবর্তের ভেতর দিয়ে যাবে কোন দেশে?


যেখানে পেয়েছো যতটুকু সুখ, রত্নের ভাণ্ডার,
ভিড়িয়েছো নৌকা তোমার কতো না আশা নিয়ে!
শক্তিতে তোমার যতোটুকু পারো,
মেধাতে তোমার যতোটুকু পারো,
করে গেছো সঞ্চয়ণ, তুলিয়াছো নায়েতে তোমার।
মাঝি!
ওগো, ও পরান মাঝি!!
কোথায় তোমার দেশ?
চলেছো অশান্ত পথে, কি তোমার গহন উদ্দেশ?


রঙিন বাদাম উড়ায়ে দিয়েছো লিলুয়া বাতাসে,
ছুটে যাও তুমি পাহাড়ে পর্বতে,
কখনো উজানে, কখনো ভাটিতে,
মাঝ দরিয়ায় জল উছলায়
এক মুহূর্তের জন্য স্থির হও না হে মাঝি
ছুটে চলো তুমি,
ছুটে চলো শুধু অন্তহীন বিথিকার পথে
আর কত দূর যাবে, কত দূর?
মাঝি!
ওগো, ও পরান মাঝি!!
কোথায় তোমার দেশ?
কবে হবে এ চলার শেষ?


২৫/০৯/২০১৮
মিরপুর, ঢাকা।