মাঝরাতে দূর আকাশের চাঁদ হাসবে যখন,
চলে এসো তুমি অচপল পায়ে। আমরা তখন
কবিতা পড়বো, জীবনের পথে কুড়ায়েছি যত।
রাতের তারারা জাগবে যখন, খুলে এলো চুল
ধীরে ধীরে এসো। রাতের বাতাস হবে তো ব্যাকুল
তোমার গন্ধে। তার মাধুরীমা ঝরাবে সতত।


তোমার নামের সংগীত হবে পাখিদের মুখে,
আমরা নামাবো চাঁদের জোছনা। পৃথিবীর বুকে
উড়াবো হাজার রঙিন ঘুড়ির সুখের স্বপন।
আলো ঝলমল জলাঙ্গী জলে ছোট ডিঙি নায়ে
পাল তুলে দেবো। চলে যাবো দূরে, অজানার গাঁয়ে।
ফিরবো না আর দুঃখের বীজ করতে বপন।


০৭/০৭/২০২০
মিরপুর, ঢাকা।