নারী যেন সোনা-রূপা-তামা-কাসা,
দেখলে তারে সবে করে পাওয়ার আশা।
সুন্দরী কি অর্থকড়ি এই দুনিয়ায়?
খাওয়ার পরে, বাঁচার পরে সকলেই চায়!
ঘরের মাঝে একের বেশি রয় না দু'টি,
পরের নারী নিয়ে করে লুটোপুটি।
'মানব জনম আর হবে না', এই উছিলায়,
যাচ্ছেতাই করছে বুঝি, মন যারে চায়।


এক পৃথিবী, একটি জনম, একটি জীবন
কষ্টে গেলো; নিত্য হচ্ছে রক্তক্ষরণ
একলা ঘরে, বসত করে একলা এ মন
কষ্ট ছুঁয়ে রুষ্ট হৃদয় করে চনমন।
এবার, ও মন! হওরে সঠিক, প্রেমের তরে,
নারীকে নাও পুষ্প ডালায় বরণ করে।


২০/০১/২০১৮
মিরপুর, ঢাকা।