পৃথিবীর এই মানুষ জীবন একবারই আসে,
বিশাল সমুদ্র থেকে উর্মির কীরিটে দোলা খেতে খেতে,
নীল সাগরের শুভ্র ফেনার মতোন-
সাগর ফেনার আলোতে সাজানো অগ্রগতির জীবন।
মানুষ জীবন সুন্দর এবং কষ্টের,
আনন্দময়তাও খেলে যায় জীবনের মর্মমূলে।
বেলাভূমে পড়ে থাকে সূর্যের প্রতীক্ষা করে,
সূর্য পুড়ে পুড়ে একদিন নিশ্চয়ই ছাই হয়ে যাবে,
সাগরের জলরাশি ক্রমশঃ ফুলেফেঁপে উঠবে,
আর মানুষ জীবন অগ্রগতির পথে
কষ্টের নুড়ি কুড়োতে কুড়োতে সামনে এগিয়ে যাবে,
অতুল আশ্চর্যময় জীবনের ক্ষণস্থায়ী পথে।
মানুষ জীবন একবারই আসে, একবারই চলে যায়
জীবনের অবাঞ্ছিত মোহমায়া অবহেলা করে।
শুধু মনে রেখো তুমি, মানুষ জীবন ছন্দহীন, সুরহীন নয়;
অবিশ্রান্ত কর্মচঞ্চলতায় লীলায়িত চিত্রপট একখানা।
তাই, জীবনকে কষ্ট দিয়ে ধ্বংস করার কোনই মানে হয় না


৩১/১২/২০১৮
মিরপুর, ঢাকা।