মানুষ হ' তুই রীতি মেনে।
ধর্মের আলখাল্লা পরে
হইস না রে মন ধর্ম-বেনে।


পাদ্রী, ব্রাহ্মণ আর মৌলবী
তারা কি সব হয় রে লোভী?
ধর্ম কথায় বিভেদ ছড়ায়
রঙ চড়িয়ে মানুষ মনে।


স্বার্থ-মোহে কতো জনে
পরস্পরে যুদ্ধ করে,
নিত্যানন্দের পরানখানি
ডুবে থাকে অন্ধকারে।


আলোর দেশে চল রে ও মন
যেথায় সত্য হয় না গোপন
অতল জলে কেউ ডুবিলে
মানুষ বলে তুলবি টেনে।


০৭/১১/২০১৮
মিরপুর, ঢাকা।