আবার যদিবা পাঠাও আমারে প্রভু, স্বর্গচ্যুত করে;
মানুষ জীবন দিও না আমায়, বোধের বুদ্ধিকে দিয়ে।
পাহাড় ও নদী, সাগর কিংবা মাটি ও বৃক্ষ রূপে
আমারে পাঠিয়ে দিও, যেথায় তোমার খুশি।
বোধের জীবন মরুময় শুধু হাহাকার করে যায়-
এতো যে তৃষ্ণা! এতো যে বেদনা সহিতে পারি না আর।
পাখি করে দিও- শালিক অথবা সাগরের গাঙচিল,
জোনাকি পোকার জীবন দিও হে, ঝোপঝাড়ে আলো দিতে।
মানুষ জীবনে চাহিদা অনেক, হিংসা-বিদ্বেষ ও ক্ষোভ;
প্রেমের নামেই ছলাকলা চলে, দেহজ কামনার উন্মেষ।
ঠকবাজী আর শুদ্ধাচারহীন, রাহাজানি, হানাহানি,
মানুষ জীবনে সহ্য করা কষ্টকর আজ প্রভু।
পাপ পূণ্যের পাল্লাতে বসে ওজনের ভয় জাগে!
আবার পাঠালে দয়াময় তুমি রেখো তব অনুরাগে।


২৯/০৫/২০২২
মিরপুর, ঢাকা।