ভাঙন হয়েছে শুরু নদীর দু’তীরে-
বাড়ি-ঘর, জমি-জমা, বসন্ত বাগান;
বুকের নক্ষত্র ক্রমে লয় হচ্ছে ধীরে,
নিয়ত আঁধার হচ্ছে নীল আসমান।
          এইখানে আছে যত সুখের ফসল,
          অলৌকিক বাসনার শাপলার বন,
          অনন্তকাল ভাসমান মেঘের দল,
          গোলাপ পুষ্পরাশি, প্রিয়তর সুজন।
কালের করাল গ্রাসে টেনে নেবে সব-
আমাদের ভালোবাসা, সুখের শিথান,
বন্যার জল-তোড়ে ভাঙ্গবে উৎসব,
ঝড়ের তান্ডবে হবে সকল বিথান।
          অনন্তের যাত্রাপথে ক্ষণিকের বাসা,
          মৃত্তিকার পৃথিবীতে কতো করি আশা!


৩০/০৯/২০১৪।
মিরপুর, ঢাকা।