মানুষ হিসেবে মানবজাতির কল্যাণে কাজ করো,
দাও ভালোবাসা শ্রম ও মেধায় গভীর, নিরন্তর;
মানুষ জীবন আহেতুক নয়, হে আমার অন্তর!
কর্মে-কথায় ভালোবাসা দিয়ে; অতঃপর, তুমি মরো।
চিন্তা-চেতনে যে মানুষ চায় মানুষের মঙ্গল,
ভালোবাসা-প্রেমে অমর রয় সে জগতজনের মনে।
সৌন্দর্যের ফুল হয়ে ফোটে মননের অঙ্গনে,
অক্ষয় রয় পৃথিবীর বুকে কর্মের যতো ফল।


জগতের যতো রাজনীতিবিদ, ধর্মের প্রচারক,
বিদ্বজ্জন বিজ্ঞানী; শুভ-কল্যাণে কাজ করে;
পূজ্যজনের মর্যাদা নিয়ে বেঁচে থাকে অন্তরে;
তাঁরাই সুজন, মহা-বলশালী, অশুভ হন্তারক।
শেখ মুজিবুর বাঙালির নেতা; এ জাতির কল্যাণে
কাজ করে গেছে; তাই, আজো আছে মানুষের মনে-প্রাণে।


২৭/০১/২০২৩
মিরপুর ঢাকা।