অপরের দোষত্রুটি দেখিও না চোখে,
কার্যক্ষেত্রে ভুল হলে বলে দিও মুখে।
মুখ ফস্কে দু'চারিটি কথা বের হলে,
ক্ষমা চেয়ে দিও তুমি মিষ্টি কথা বলে।
অন্যকে তাচ্ছিল্য করে সুখ খুঁজে নেয়া,
মনে রেখো, তাকে তুমি শুধু কষ্ট দে'য়া।


যে মানুষে দোষ দেখে অপরের শুধু,
মুখেতে তিক্ত বচন নাহি যাতে মধু।
সে মানুষে মন্দ অতি জানিও ভুবনে,
ঘৃণাভরা তার ছবি মানুষের মনে।
অহরহ মন্দ বলা যাদের স্বভাব,
তাদের ভদ্রতা জ্ঞান যথেষ্ট অভাব।


কেউ কেউ মিষ্টভাষী সবার সম্মুখে,
পিছনে কুৎসা রটায় আনন্দের মুখে।
মিছরির ছুরি তারা বড় যে খারাপ,
অন্তরে কালি তাদের নাহি মনস্তাপ।
আপনি আচরি তবে অন্যকে শেখাও,
কার্যক্ষেত্রে ভুল হলে শোধরাইয়ে দাও।


কবীরের মর্মবাণী- শোন দিয়ে মন,
এ জীবন তুচ্ছ অতি রাখিও স্মরণ।