শুদ্ধতা আর অশুদ্ধতার মাঝে
বিরাজ করছে দ্বান্দ্বিক সম্পর্ক;
এ কথা সত্য মানুষেরা ভুল কাজে
রত হয় কভু; তা নিয়ে করো না তর্ক।


শুদ্ধ-মানুষ মাঝে মাঝে পৃথিবীতে
ভুলের কারণে অশুদ্ধ কাজ করে;
তারা দোষী নয় সব মানুষের চিতে
কারণ যে তারা মানুষ এই ভূধরে।


ভুল করা এই মানুষের সহজাত
ভুল-ভ্রান্তির উর্ধ্ধে কেউতো নয়;
সামান্য ভুলে করো না পক্ষপাত
ভুলটি শোধরে ঠিক হবে নিশ্চয়।


ভুল করে নাকো ফেরেস্তা-শয়তান!
সদা ব্যপৃত রয় নিজ কাজে তারা;
ভুলের জন্য করো নাকো অপমান
জীবন চলার পথে ভুল করে যারা।


২৭/১১/২০২২
মিরপুর, ঢাকা।