মানুষের এ জীবন স্রোতবহ নদী,
বয়ে চলে নিরবধি অজানার দেশে।
বেদনার কালো মেঘ সরে গিয়ে, যদি
স্বপ্ন বিকশিত হয় জীবনের শেষে;
সে সমস্ত সুখ-স্বপ্ন প্রিয়তির হাতে
দিয়ে বলে, 'ভালোবাসি, জীবন-সংঘাতে'।


সাগরসঙ্গম কালে, প্রেমিকের মন
উড়ায়ে রঙিন পাল, দিগন্ত রেখার
বরাবর ছুটে চলে। সাগরে যখন
জোয়ারের জল জাগে, তাকায় অপার
হয়ে; তখনই বৈঠা টানে পরস্পর,
উত্তুঙ্গ তরঙ্গ শান্ত হয়, অতঃপর।


১৭/০২/২০২০
মিরপুর, ঢাকা।