সাধ হয়েছে আমার
করবো মানুষ-খামার।
'ব্ল্যাকগোট' নামে কালো ছাগল খামার করে তারা
কেউবা গরুর মোটাতাজার, তাই সে আকুলপারা।
কেউবা সাপের- কেউকেটা বা গোখরো, আজদাহার
কেউবা পাখির, কেউবা কেঁচোর, কতোই যে খামার!
কেউ করেছে ডিম-মাংসের - মুরগী কিংবা হাঁসের
কেউবা আবার সব্জি-ফলের, কেউবা আবার ঘাসের।
কিন্তু বড়ো সাধ হয়েছে আমার
করবো একটি এই মানুষের খামার।


জীবনসুখের প্রত্যাশা যে করে
সরায়ে চায় যে-ই মানুষে ক্লান্তিটাকে দূরে
জড়াতে সে চায় না ঝামেলায়;
তাই বুঝি আজ যৌনতা-সুখ নেয় যে কৃত্রিমতায়!
সঙ্গী করে পুতুলকে আজ তারা
তাকে নিয়েই জীবন করে সারা।


অসুস্থতায় হয় যদিবা একটু প্রয়োজন
যেখায় রোবট ব্যর্থ দিতে কোমল পরশণ
তারাই হবে এই জগতে মূল খদ্দের আমার
তাই, খামার করতে চাই আমি মানুষেরই খামার।


২৯/১০/২০১৯
মিরপুর,ঢাকা।