বেদনার স্থান হতে করেছো প্রকাশ
সুখের আনন্দধারা। জোছনার বনে
গলিত বিরহ রেখে, বসন্ত বাতাস
শব্দহীন কেঁদে যায় হৃদয়-অঙ্গনে।
বৈশাখের তাপদাহ নিভিয়ে, নিমেষে
তুলে আনো শ্রাবণের অঝোর ধারায়
অনন্ত সুরের গীতধারা। পরিশেষে
মোহনীয় চরাচর স্তব্ধ হয়ে যায়।


মানবিক কথাগুলো মানুষের তরে
রেখে গেছো সযতনে; কতো পরহিত
অমর গৌরব বাণী। সৃষ্টির ভেতরে
খুঁজেছো স্রষ্টার সেই অমৃত সঙ্গীত।
বাংলা ভাষা যতদূর মানুষের রবে,
ততদূর তুমি রবে অমিত গৌরবে।


০৬/০৮/২০২০
২২ শ্রাবণ, ১৪২৭।
মিরপুর, ঢাকা।