মানুষের মন অন্ধ যখন;
নয়ন তখন অর্থবিহীন।
চেতনাবিহীন ভাবনার তলে
সারা দেহ তার হয় যে অসাড়,
পঙ্গুতা পায় দেহমনখানি।
সাদাকে তখন দেখে না সে সাদা,
সত্যকে তার মনে হয় ভুল;
যুদ্ধ-ধামামা বেজে উঠে মনে,
অহমিকা ছেড়ে সরতে চায় না
কভু এক চুল। আলোর ঝলক
পৌঁছে না কভু মননের ঘরে,
রুদ্ধ-আগল তার চারিধারে।
অসুর শক্তি শুধু তড়পায়,
এলোমেলো নাচে নিকষ আঁধারে।
মানুষের মন হয় যদি নদী,
বহতা জলের ধারা অনিবার;
আলোকের রশ্মি নবীন উষসী,
পাখির কাকলি জাগে চারিধার।


২৬/০৪/২০২০
মিরপুর, ঢাকা।