মানুষের মন ভোরের শিশির, বৃষ্টির জল,
প্রেমী মেঘদূত, অনলনাশক, সাগর অতল;
রামধুন রঙ, বন্যা প্লাবন কীর্তিনাশার,
মায়ামৃগ বন, কুলগ্রাসী মন সর্বনাশার;
মেরুর অরোরা, শুভ্র তুষার, ডোবাখালবিল,
বৈশাখী ঝড়, হিমাদ্রী তল, আকাশের নীল।


মানুষের মন হয় উচাটন প্রণয় তিয়াসে,
ঝরা পাতা সম পতনে সে কাঁদে বিনাশের ত্রাসে;
মায়ার বাঁধনে সকরুণ চোখে চাহে ছলছল,
আষ্টেপৃষ্ঠে বেঁধে রাখে তারে ক্লান্তি প্রবল;
তবুও সে যাচে সুধার পেয়ালা নবীন সুখের,
প্রেমোল্লাসের হাসি-কান্নার স্নিগ্ধ মুখের।


০২/০৮/২০১৯
মিরপুর, ঢাকা।