মানুষেরে ভালোবাসো
      মনের কালো দূর করিতে।
ফুলের মতোন সুবাস ছড়াও
      মানুষেরই চিতে চিতে।
আকাশ বাতাস সাগর পাহাড়
মানুষ তরেই সৃষ্টি স্রষ্টার
নেইকো যে তাঁর কোন আকার
      রয় সে মানবের চিতে।
শত্রুকে তুই বলিস ফণি
ফণির মাথায় থাকে মণি
আসবে যখন তোর আরুণি
      যেতে হবে আচম্বিতে।
মানুষ হলো স্রষ্টারই রূপ
সে-ই মানুষে দাও তুমি ডুব
দেখবি অরূপ রূপ-অপরূপ
      হাসবি রে তুই পৃথিবীতে।
আপন আপন বলিস যারে
সে জনা তোর আপন নারে
ঘোর সমস্যার এই সংসারে
      যাবে সবাই বিপরীতে।


১৪/১১/২০২২
মিরপুর, ঢাকা।