এই মানুষ জীবন
ছায়াছবি হয়ে নিশ্চুপে বেঁচে থাকা শুধু নয়;
অনেকের মাঝে ভীষণ রকম বিষন্নতায়
শুধু ভেবে যাওয়া আকাশ-পাতাল অলীক ভাবনা,
উদ্বেগহারা অমর্যাদায়; তা-ও কিন্তু নয়।


এই মানুষ জীবন
পৃথিবীর মাঝে নিজের বলতে কিছু নেই তার;
শাণিত কথার জীবন-যাপন অবিকাররূপে,
অবেলার অবসরে বসে থাকা ভাবের ছায়ায়,
অভাবের তাপে, স্মৃতির ধুলায় পুষ্পের লোভে।


এই মানুষ জীবন
সময়ের পরে সবকিছু ছেড়ে কালের গর্ভে
সুদূরপারে অকস্মাৎ কোথাও কি হারিয়ে যাওয়া?
অথবা, বাদল রাতে সহজিয়া গানে সুর তোলা,
স্বরচিত পৃথিবীতে ক্রমাগত মরিচিকা জেনে?


এই মানুষ জীবন
দিগন্তজোড়া ঝড়ের ঝাপটা কালবোশেখীর;
বাঁচার লড়া'য়ে দক্ষ বাহুর সবল পেশিতে
অবিনাশীরূপে জ্বলে ওঠা এক বিদ্যুৎশিখা!
প্রচণ্ড তাপে ভেদ করা পাতালমুখী বসুধা।


এই মানুষ জীবন
কোকিলের গান, আলোর মিছিল, উত্তাল প্রাণ;
ভরা বরষায় শ্রাবণ ঢলের চঞ্চল স্রোতে
সম্মুখ পানে প্রাণপণ পণে বৈঠা চালানো;
মোহের সকল আশ্রয় ছেড়ে বিদ্রোহী হওয়া।


এই মানুষ জীবন
নিজের ভেতরে অন্যরকম স্বস্তির হাওয়া;
ধৈর্যের সাথে আত্মনির্ভর শক্তির খোঁজে
উজানের পথে প্রবল প্রতাপে পাল তুলে যাওয়া,
চলমান জনপদে অব্যক্তরে ব্যক্ত করা।


০৯/০৩/২০২১
মিরপুর, ঢাকা।