তোমাকে দেখেছি প্রিয় নক্ষত্রের দেশে!
উজ্জ্বল মোতির মালা কণ্ঠে শোভা পায়;
পুষ্পরাজ্যে একাকিনী তুমি হেসে হেসে
হেঁটে যাচ্ছে ধীরে মরালির ভঙ্গিমায়।
জোছনাবাহিত পথে স্বর্গের অপ্সরী
যেন চলেছো একাকী; গজেন্দ্রগামিনী!
অমরাবতীর বনে সাধিছো; কিন্নরী!
সুখ-গীতধারা! চিনি, তোমারে যে চিনি।


ওপারে সুখের জ্যোতি আনন্দ উল্লাস
হুল্লোড় আড্ডায় ভরা; ঘন অন্ধকার
ঘিরে আছে চারিধার, জাগে দীর্ঘশ্বাস
এপারের চরাচরে; সকল অসাড়!
এমন চেতনা যদি স্থায়ী হয় মনে;
জেনো, মরণ এসেছে স্থবির মননে।


০৯/০৬/২০২২
মিরপুর, ঢাকা।