একটি মাথা ভাবনা বড়ো
সকল কিছু করছে জড়ো
যেন নদী খরতর
মরুর বুকে জলের ধারা;
টনটনিয়ে উঠছে শিরা
মৃত্যুসম সে এক পীড়া
চলছে হাজার কর্ম-ক্রীড়া
ভীষণ চাপে দিশাহারা।


মাথার সাথে চক্ষু দুটো
তার পাশেতে কানের ফুটো
জিহ্বা ও মুখ নয়তো ছোট
শান্তি এবং অশান্তিতে;
এসব অঙ্গ সঠিক হলে
শান্তি নামে মহীতলে
নইলে তীব্র আগুন জ্বলে
জতুগৃহের, সবার চিতে।


থাকতে চক্ষু বন্ধ করো
দুহাত দিয়ে চেপে ধরো
নষ্ট থেকে দূরে সরো
কষ্ট বেশি হবে না আর;
দেখবে যতো ভাববে ততো
বাড়বে দ্রোহ অবিরত
শরীর যদি হয় খণ্ড ত (ৎ)
বাড়বে তখন মনের বিকার।


শুনলে বেশি মন্দ কথা
কর্ণ দিয়ে, বাড়বে ব্যথা
ভাবনা তখন হবে যা-তা
ফাটবে রাগে সকল ভুলে;
তখন চাওয়া-পাওয়ার চেয়ে
ঝড়ের মতো ভীষণ ধেয়ে
আসবে পতন সুযোগ পেয়ে
কাঁদবে বসে নদীর কূলে।


জিহ্বা ও মুখ শাঁখের করাত-
আনে স্বস্তি, আনে বরাত
একটু ভুলে হবে নিপাত
তছরূপ হবে সুখের বাগান;
চক্ষু কর্ণ জিহ্বা ও মুখ
সঠিক ব্যবহারেতে সুখ
তারই জন্য হও উন্মুখ
আনন্দেতে নাচবে রে প্রাণ।


২৭/০৬/২০২২
মিরপুর, ঢাকা।