গান গেয়ে যায় হাজার পাখি,
        সাদা জলের ঝর্ণা;
গান গেয়ে যায় শ্যামল পাহাড়,
        রামধনু সাত বর্ণা।


গান গেয়ে যায় ময়না কোকিল,
        জল থই থই বর্ষা;
গান গেয়ে যায় রাখাল ছেলে,
        ভোরের আলো ফর্সা।


সকল গানের সেরা যে গান-
        মায়ের ভাষার সুর,
ফেব্রুয়ারীর গানে জাগে-
        অথই সমুদ্দুর।


শহীদ ছেলের রক্তে কেনা
        আমার মায়ের ভাষা;
এই ভাষাতেই স্বপ্ন বুনি,
        আঁকি লক্ষ আশা।


বাংলা আমার মাতৃভাষা
        রক্তে কেনা সুর;
সবাই মিলে গান গেয়ে যাই
        বড়োই সুমধুর।


০১/০২/২০১৪