মিথ্যার মতোন মধুর হয় না কিছুইতো আর;
যারা সে মধু ছড়াতে পারে,
তারাই সমাজের কর্ণধার-
রাজনীতির তুখোড় নেতা, প্রতিষ্ঠানের প্রধান,
ক্ষমতাধর সমাজপতি, ধর্মের পুরোহিত।
তাদেরকে সেলাম ঠুকে ঠুকে
আমজনতার কপাল ফেটে যায়!
দৃঢ় কোমড়ের হাড় নুব্জ হয়ে পড়ে।
সমস্ত মিথ‌্যুকেরা মধুর কথায়
সমাজ চালায়, দেশ চালায়, রাষ্ট্র চালায়, বিশ্ব চালায়;
মিথ্যার প্রচণ্ড প্রতাপ সর্বত্র বিরাজমান।


সত্যের তিক্ততা কেউ পছন্দ করে না;
সত্যবাদীর জন্য পথে কাঁটা ছড়ানো থাকে।
জীবনকে উপভোগ করার জন্য
যে সকল প্রাসাদ নির্মিত হয়,
তার সকল সদর দরোজা বন্ধ থাকে;
এমন কি জানালা, খিড়কি, গুলগুলিও।


সব বন্ধ হয়ে গেলে
সত্যবাদী তার নিজের দেশে প্রবেশ ছাড়া
বেঁচে থাকার জন্য আর কোন অবলম্বন পায় না।
সেই দেশটি হলো- স্বপ্ন!
স্বপ্নের দেশে হেঁটে বেড়ায়।
শিশিরে ভেজা ঘাসের উপরে খালি পায়ে,
শাপলা ফুলের সুবাস নেয়,
পুকুরের নিটোল জলে সাঁতার কাটে,
হিজলের ডালে ফিঙ্গে পাখির নাচন দেখে।
আকাশ ভরা তারার মেলা দেখে,
অন্ধকার ভেদ করে জ্যোৎস্নার মেয়েরা নামে
তাদের সাথে স্নান করে,
মাঝি ভাটিয়ালি গান গায় পাল তোলা নায়ে
মন দিয়ে শুনে আবেগাল্পুত হয়ে,
চেয়ে থাকে বিস্ফারিত জীবনের চোখে,
সিটি বাজিয়ে দূর পথে ছুটে যায় রেলগাড়ি
ঝম ঝম ঝম ঝম...


১২/০৭/২০১৯
মিরপুর, ঢাকা।