শিক্ষকে কয়- 'সৎ থেকো তুমি, হইও নিষ্ঠাবান,
লেখাপড়া করে সুখ্যাতি এনো, পাবে বহু সম্মান।
দিও নাকো ফাঁকি জীবনের কাজে, বলিও সত্য কথা,
পর হিত তরে জীবন গড়িও, সুখে রবে সর্বদা'।
ভাবিলাম মনে, গুরুর বচন মেনে যাবো অবিরত,
সত্য বলিবো, সৎ পথে রবো, দুঃখ আসুক যতো।


কিন্তু তিনিই কাজে ফাঁকি দেন, প্রাইভেট নিয়ে ব্যস্ত,
তার কাছে যারা পড়ে নাকো তারা, হয় যে হেস্তনেস্ত।
মান্যজনেরা মিছে কথা বলে, কথার মূল্য নাই,
নীতিহীন গুরু উপদেশ দিলে কোথায় লইবো ঠাঁই?
তাঁদের লক্ষ্য এ জীবনে, শুধু অর্থ উপার্জন!
নীতিকথা বলে মানে নাকো নিজে, নেই কোন দর্শন।


যে জাতির গুরুজনেরা অসৎ, নিজেরা মিথ্যা কয়,
সে জাতির শিশু অসরল পথে চলে যাবে নিশ্চয়।


২৩/০৭/২০১৯
মিরপুর, ঢাকা।