শান্তশিষ্ট টেলিফোন হে, ছিলে যে টেবিলে,  
টেকনোলোজির দৌলতে আজ পকেটেতে এলে।
'মোবাইল' বলে ডাকছি তোমায় অতি আদর করে,
প্রিয়ার চেয়েও প্রিয় ভেবে বুকে রাখি ধরে।
রাতের বেলার ঘুমখানিরে করছো তুমি চুরি,
খেলা ধুলা সব নিয়েছো, তাই বাড়ে আজ ভুঁড়ি।
পাইনা এখন দিনের শেষের মধুর ঘুমের স্বাদ!
তাইতো, দিনে দিনে মনে বাড়ছে অবসাদ।
মোবাইল তুমি জাল পেতেছো টাকা লুটার তরে,
'ডাটা'র জন্য করছি কামাই ছলচাতুরি করে।
নিত্য আমি পাই যে বাবার অনেক তিরস্কার,
মায়ের চোখের জলের ধারা, অবাক আবিস্কার!
মোবাইল তুমি চরিত্রতে আনছো অনেক দোষ,
নারীর লজ্জা কেড়ে নিয়ে হচ্ছো পরিতোষ।
দেহের সাথে সাথে তুমি নিচ্ছো চোখের জ্যোতি,
এ জীবনে লাভের চেয়ে করছো অনেক ক্ষতি।
পরকিয়ার সহযোগী বিশ্বচরাচরে,
মোবাইল তুমি আগুন জ্বালাও শান্তিপ্রিয় ঘরে।
মিথ্যে বলার যাদুর যন্ত্র তুমি বিশ্ব মাঝে.
তবু কেনো তোমাকে যে কয় না কেহ বাজে?
হাজার দোষে দুষ্টু তুমি তবুও মাতামাতি।
মোবাইল তুমি বড়োই আপন রাত্রিদিনের সাথী।


২১/০৭/২০১৮
মিরপুর, ঢাকা।