মধ্যবিত্ত চিত্ত ছাড়া নয়!
অর্থচিন্তায় চিন্তাধারায়
মুক্তচিত্তের নিত্য মৃত্যু হয়;
মধ্যবিত্ত চিত্ত ছাড়া নয়।


চালের মটকা রয় যে ঘরে খালি।
মানিব্যাগটি মানি ছাড়া,
হাজার অভাব দেয় যে তাড়া
পেঁয়াজ-রসুন, তেল-ডাল-নুন
কিনতে গেলেই মাথায় আগুন,
সাফসুতরে মধ্যবিত্তের
জীবন যেন একটি চোরাবালি;
চালের মটকা রয় যে ঘরে খালি।


স্যার বা সাহেব শ্রদ্ধা ভরে ডাকে।
প্রয়োজনে ডাকলে কাছে
জবাব যে তার আসে না যে
আপনজনও দূরে দূরে থাকে।
আমজনতা থাকে ফাঁকে ফাঁকে;
স্যার বা সাহেব শ্রদ্ধা ভরে ডাকে।


০৮/০৬/২০২২
মিরপুর, ঢাকা।