''যাচ্ছো কোথায় হনহনিয়ে একলা আমায় রেখে?
কাজ আছে কি কোথাও অনেক বেশি?
দাঁড়াও, ক্ষণিক তৃপ্তি মেটাই ভালো করে দেখে;
আমি না হয় তোমার কাছে হলাম পরদেশী''।
''পিছন থেকে ডাক দিও না, আমি ভীষণ ব্যস্ত!
বলবো সকল যাচ্ছি আমি দূরে।
আমার উপর অনেক কাজের ভার হয়েছে ন্যস্ত!
ডাকছে যে তো আমায় কোকিল সুরে''।


এই বলে সে হন্তে-দন্তে বের হলো ঘর থেকে,
সকাল দুপুর সন্ধ্যা বয়ে যায়।
এমন সময় খবর পাঠায় পাড়ার সকল লোকে-
''ও বুবুজান! তোমার খসম পড়ছে ধরা, হায়!
সাথে ছিলো নন্দিনী এক নেকাব ঢাকা মুখ,
কেউ জানে না, বোরকাওয়ালি থাকে কোনবা দেশে!
তাকে নিয়েই গিয়েছিলো পেতে স্বর্গসুখ;
স্যাঙ্গাতেরই জোরের তোড়ে ফিরছে অবশেষে''।


হায়রে, মদনবাজ!
আর কতোকাল করবি রে তুই
               পরের কন্যা হরন করার কাজ।


০৯/০৪/২০২১
মিরপুর, ঢাকা।