বহুদিন পর- কতোটা বছর!
কতোগুলো দিন-রজনীর শেষে
তুমি এলে একা, স্নিগ্ধ অনুপম!
রূপালী চাঁদের আভা মেখে গায়,
জীর্ণ কুঞ্জবনে বেলা অবশেষে।


ঘুমন্ত পাখিরা জেগে উঠেছিলো,
আমিতো পাইনি একটুও টের;
যা কিছু চেয়েছি মানুষী জীবনে,
মানুষের কাছে প্রণিপাত হয়ে,
তুমি যে দিয়েছো তার চেয়ে ঢের।


তৃষিত সোপান ক্রমে ঊর্ধ্বমূখী
ছুঁয়ে দিতে চায় তোমারই প্রাণ;
শব্দের গাঁথুনি ক্রমাগত বাড়ে
জলের ভেতরে; পাথর নিংড়িয়ে
তুলে আনি মহাজীবনের গান।


শূন্য এ জীবন পরিপূর্ণ হলো
তোমার কোমল সুখ পরশনে;
আকাশের নীল, ধূসর জমিন,
মিলে একাকার সমুদ্রের জলে,
গভীর স্পন্দনে, ঘন আলিঙ্গনে।


তোমার আকাশ আলোকিত আজ,
চারিধারে স্বপ্ন ঝরঝর ঝরে?
আমার এ মন কাঁদে প্রতিক্ষণ-
বিরহিণী পাখি দিনমান ডাকি'
রাত্রির আঁধারে ক্লান্ত হয়ে পড়ে।


২৯/০৯/২০১৭
মিরপুর,  ঢাকা।