জুলুম করেছি নিজের উপর আকাশ-পাতাল তক সমান;
হেন কাজ নেই করিনি গোপনে শয়তান ফেরে, নাফরমান!
               অপরাধ মোর মার্জনা হয়,
               ক্ষমাশীল প্রভু, বহু দয়াময়;
তোমার নামেতে নফসের চাওয়া করে যাই আজ কোরবান।
জুলুম করেছি নিজের উপর আকাশ-পাতাল তক সমান।



তুমি ছাড়া আর কে আছে ধরায় পাপ মোচনের মহা-মহীম?
সব অপরাধ ক্ষমা করে দাও মোর, ওহে গাফুরুর রহিম!
               আমার পাপের বিশালতা হেরি'
               ভাবিওনা মোরে আমি পাপী, অরি;
তোমার শানের গুনগান গেতে দাও ক্ষমতা; আমি যে সসীম।
তুমি ছাড়া আর কে আছে ধরায় পাপ মোচনের মহা-মহীম?


(''দোয়া মাছুরা''-এর ভাবার্থে লেখা)
০৪/০৭/২০১৪।
মিরপুর, ঢাকা।