মহানন্দের পরশ পেতে
চপল ও মন চলো এবার,
নেই যেখানে ঘোর অভিমান
যেখানে নেই জাতের বিচার।


পরমাত্মায় হয় অবসান
আল্লাহ ঈশ্বর গড ভগবান
একই সত্তা হয় যে প্রমাণ
আনন্দেতে হয় পারাপার।


কে বা হিন্দু কে মুসলমান
জন্মের সময় রয় কি প্রমাণ
মরার পরে সবই সমান
আশরাফ আতরাফ জাত অহঙ্কার।


মহানন্দের পরম সত্তায়
চিত্তে যদি তা' খেলে যায়
শিশুর মতোন অবহেলায়
ভেঙে চুরে গড়ে আবার।


০৭/১১/২০১৮
মিরপুর, ঢাকা।