এই পৃথিবীর রূপ দেখিয়া
চুপটি করে থাকবি হিয়া
সত্যালোকের প্রদীপ জ্বেলে
দেখ না চেয়ে নয়ন মেলে
যা’ ভেবে যা’ জগত নিয়া।


কিসের টানে কিসের আশায়
ঘুরছে মানুষ হত্যা নেশায়
অসুরতায় বদ্ধ পাগল
নিত্য করে মিথ্যের ছল
জীবন বাঁচে ব্যর্থ আশায়।


এক পলকের জীবনখানি
টলমলে সে পত্রে পানি
ছলকে পড়ে শূন্য হবে
মানুষ জীবন কেনো ভবে
ভাবছে নাতো একটুখানি।


অন্ধকারের বন্ধ ঘরে
পড়ে রবে যুগান্তরে
লোভের মোহে রাহাজানি
বিত্ত নেশায় চিত্তখানি
করছে হত্যা অকাতরে।


সাথের সাথী ছিলো যতো
তোর পাশেতে অবিরত
চলে যাবে ডাক দিলে রব
মধুলোভী মৌমাছি সব
আজকে দেখো দূরে কতো!


তোরে দিয়ে গোরের মাটি
একলা ঘরে  পরিপাটি
ফিরবে সবে নিজের ঘরে;
নিসঙ্গতার অন্ধকারে
থাকবি পড়ে এইতো খাঁটি।


সোনা-দানা, জমিদারী
ধন-দৌলত, বাহাদুরী
রুদ্ধ হবে তোর অহঙ্কার
ছল-চাতুরী চলবে না আর
থাকবে শুধু আহাজারি।


শূন্য থেকে জীবন শুরু
শূন্যে আবার হয় আবাসস্থল
মহাশূন্যের গোলকধাঁধাঁয়
স্তব্ধ হবে সব কোলাহল।