মোহনদাস করমচাঁদ গান্ধী
(২রা অক্টোবর, ১৮৬৯ - ৩০শে জানুয়ারি, ১৯৪৮।)
---------------------------------------------


প্রতিরোধ, প্রতিবাদে, সত্যাগ্রহের বাণীকে
প্রভাত সূর্যের মতো ঢেলে দিলে বিচ্ছুরণে;
নীতি আর আদর্শের বিভাজন দূরে ঠেলে
মানবিক প্রেম প্রতিষ্ঠায় এই ভারতবর্ষে।
সকল ধর্মান্ধতার নোংরা, ঘৃণ্য হিংস্রতাকে
অবহেলা করে গেছো। দারিদ্রের কষাঘাত,
ক্ষুধার যন্ত্রণা থেকে এই মানবজাতিকে
প্ররিত্রাণ দিতে এলে আমাদের মর্ত্যলোকে।


যুগে যুগে কালে কালে সত্যকে ধারণ করে,
যে সকল দেশপ্রেমিকেরা পৃথিবীতে আসে;
প্রজন্মান্তরের কাছে আদর্শিক স্বপ্ন নিয়ে।
তাঁরা অন্ধকারে আলো, হতাশায় ত্রাণকর্তা,
অহিংসতার নেতৃত্বে মন্ত্রমুগ্ধ সাধুসন্ত;
এ পৃথিবীকে সাজিয়ে তোলে অনন্য সংগ্রামে।
অন্ধকারে দেখিয়েছো আলোর সূতিকাগার,
মোহনদাস মহাত্মা গান্ধী, অতুল সম্ভার।


০১/১০/২০১৯
মিরপুর, ঢাকা।