মোহন কথার জাল ফেলো না, চতুর পুরুষেরা;
কথার ছলে আমার হৃদয় করছো কাটা-ছেঁড়া।
            সভ্যতারই সন্ত্রাস মাঝে,
            লুট করো নাও, মরি লাজে;
নারীর হৃদয় কাঁদছে এখন, কাঁদছে বিহঙ্গেরা;
মোহন কথার জাল ফেলো না, চতুর পুরুষেরা।


ক্রোধের আগুন জ্বলছে বুকে শূন্যতাকে ঘিরে,
নৈরাশ্যের স্মৃতির ফলা যাচ্ছে আমায় চিড়ে।
            ভালোবাসার মহোৎসবে
            উর্ধ্বশ্বাসে আসবে কবে?
শূন্যের কড়ি রাখছি বুকে ভিজিয়ে নয়ন নীরে;
ক্রোধের আগুন জ্বলছে বুকে শূন্যতাকে ঘিরে।


সত্যের ঐ বৃদ্ধ গাধা ছুটছে মুলার শোকে,
চপল হাতে নৌকা চালায় সকল চতুর লোকে!
            দুঃসাহসের আগুন জ্বেলে,
            আসলো না কেউ দুঃখ ঠেলে;
চিৎকার করে কাঁদলাম শুধু, মরলাম ধুকে ধুকে;
সত্যের ঐ বৃদ্ধ গাধা ছুটছে মুলার শোকে।


১৩/১২/২০১৭
মিরপুর, ঢাকা।