বিশ্বাসী যারা এক আল্লার প্রার্থনা করে ভবে,
ক্ষমা ও করুণা তাদের জন্যে রেখেছে আল্লাহ্ তবে।
শুনো হে মানুষ, মুত্তাকীনেরা ভয়হীন সদা রয়,
জানিও, আল্লাহ্ প্রতিশ্রুতির রক্ষক নিশ্চয়।
সত্যকর্মে বিশ্বাসী যারা জান্নাতে হবে বাস,
সেখানে থাকবে পানির প্রবাহ, শ্যামল সবুজ ঘাস।
আল্লার প্রতি সচেতন যারা, তাদের দিবস-রাতি
কেটে যাবে তথা, বিশুদ্ধমনা বিনোদিনী হবে সাথী।
আল্লাহ্ রাখেন রাসুলের কাছে, পবিত্র বাণী তার,
'সব কিছু আমি করেছি সৃষ্টি, বিলয় হবে আবার।
তুমি কি দেখোনি কত জনপদ ধ্বংস হয়েছে আগে?
প্রত্নতাত্তিক সে নিদর্শন দেখোনি কি অনুরাগে?'


বিজ্ঞান যতো তার মহিমায় পৃথিবীতে বিকশিত,
বিশ্বভুবনে বিশ্বপিতার সত্যতা প্রকাশিত।
অন্ধ মানুষ! দেখেও দেখে না আল্লার মহিমা,  
এক ফোঁটা জলে সৃষ্টি করেছে, নাই যারা পরিসীমা।
বিশ্বভুবনে তোলপাড় করে বিজ্ঞানী যতো দেখে,
বিস্ময়ে তারা বিমোহিত হয়, প্রতিদিন কতো শেখে!
মহাবিশ্বের বিশালতা দেখে বিস্ময়াভূত জ্ঞানী,
মহান প্রভুর বিশ্বাসে তারা অবনত হয় জানি।


অন্তরে ব্যাধি যতো মানুষের মৃত্যুর ভয়ে কাঁদে,
বিশ্বাসী সদা পুলকিত হয় মরণের সংবাদে।
জীবন যুদ্ধে জিহাদের মতো চূড়ান্ত বিশ্বাসে
অবনত রহো ততোক্ষণ তুমি, যতোক্ষণ নিঃশ্বাসে
সৎপথে আছো; কুতাড়না ছেড়ে মোমিন মোসলমান!
জ্ঞানীদের মতো চললে সতত, থাকবে না পেরেশান।


১৬/০৫/২০১৮
মিরপুর ক্যান্টনমেন্ট, ঢাকা।