মন হলো যে একটা পাগলা ঘোড়া
আকাশ পাতাল ভাবনা যে তার মাঝে
এই কখনো সাগর জলে খেলে
আবার সে-তো পাহাড় চূঁড়ায় নাচে।


একবার সে অরুন্ধতী ধরে
আবার ছুটে সপ্তর্ষীর বনে
চন্দ্রপুরীর শ্যামল সবুজ মাঠে
গান গেয়ে যায় প্রজাপতির সনে।


যখন মনে সুরের বীণা বাজে
অর্ফিয়াসের পরান কাড়া সুর
তখন যেনো ঊর্মিদোলা হয়ে
নেচে উঠে শান্ত সমুদ্দুর।


মনকে বলি, এবার থামরে ভোলা
নাচিস নে আর মত্ত হাতির মতো
দূরের আকাশ নীল করেছে জমা
সবুজ পাহাড় হইছে অবনত।


পাগলা ঘোড়া মনটা আমার ছুটে
তেপান্তরের মাঠ পারায়ে দূরে
বিজলীজ্যোতি ধরে করপুটে
নেচে বেড়ায় তাধিন তাধিন করে।


চাইছে যা মন পাচ্ছে না তাই বুঝি
প্রমত্ততা দিনে দিনে বাড়ে
যতোই বলি, শান্ত হ' তুই মন
উন্মাদনা ঝাপটে ধরে তারে।


লাল কাগজে বানিয়ে রঙিন ঘুড়ি
ঝড়ের রাতে ওড়াই আকাশ ছাদে
কোথায় যে সুখ পায় না খুঁজে তাই
পাগলা ঘোড়া মনটা আমার কাঁদে।


২৯/০১/২০২০
মিরপুর,ঢাকা।