মন্দ মানুষ চেনা বড়ো দায়!
ভালো মানুষ সেজে সদা অন্যকে ঠকায়।
        মানুষের দূর্ভাগ্যে তারা
        মুখে বলে, আহা, আহা!
অন্তরে আনন্দ লভে অন্যের পীড়ায়।


কারণে-অকারণেতে মিথ্যা কথা বলে,
নিজের স্বার্থ করতে হাসিল সূক্ষ্ম চালে চলে।
        হিংসুক ও নিষ্ঠুর তারা
        বোঝে না নিজ স্বার্থ ছাড়া;
হয় না অনুতপ্ত কভু অপমান-লজ্জায়।


ঝগড়াটে স্বভাবের প্রকাশ কথায় আচরণে,
ছলচাতুরির কৌশল সব থাকে গোপন মনে।
        সত্যকে অস্বীকার করে
        মিথ্যা বলে গর্বভরে;
গিরগিটির স্বভাবের তারা, মুহূর্তে বদলায়।


১০/১২/২০২২
মিরপুর ঢাকা।