দৃষ্টি যাদের মন্দ-ট্যারা, মনটা যাদের বাঁকা রে,
তারাই দেখেন দুধের সাথে গো-মূত্র মাখা রে।
নিজের মুরদ নাইবা থাকুক, ব্যস্ত পরনিন্দাতে,
তারাই যে চায় নিজ বাবাকে ছেঁড়া কাপড় পিন্দাতে।
ভাতের মাঝে কাঁকর-খোঁজে কাটায় সময় কাল যারা,
খাবার সময় চুপিসারে গিলে যে তিন থাল তারা।
পরের ছিদ্র খুঁজে বেড়ায় সকল কাজে কর্মেতে,
ধর্মকথার প্রচার চালায়, থাকে না নিজ ধর্মেতে।
ভালোর মাঝেই মন্দ খোঁজে, ফুলেতে কু-গন্ধ রে!
কবে হবে এই ট্যারাদের মন্দ-মতি বন্ধ রে?
মন্দলোকের চারুকথা সবাই শোনে খুশিতে,
ইচ্ছে করে মাথা ফাটাই 'গ্রেট আলী'র ঘুসিতে।


১৯/০২/২০২০
মিরপুর, ঢাকা।