আমরা যা কিছু দেখি, সব সত্য নয়;
অলীক ভাবনা চোখের পর্দার তলে
নড়েচড়ে, খেলা করে যায়। কী বিস্ময়!
প্রতিভাত হয় আমাদের মহীতলে?
স্বপ্ন, অর্থকড়ি, যশ খ্যাতির আশায়
ছুটে চলি; অস্তিত্বকে অস্বীকার করে;
নিয়ত জৌলস খুঁজি। তামা ও কাসায়
উজ্জ্বলতা এনে স্বর্ণ ভেবে রাখি ঘরে।


চরম সত্যকে মন দিয়ে দেখিবারে
চাই না কখনো। ভুল পথে ছুটে যাই
লোভী, অসুস্থ মননে শুধু হাহাকারে
মরি; দুঃখ-ব্যথা নিয়ে সম্মুখে তাকাই।
চোখে যা' দেখি, তা' নিরন্তর সত্য নয়,
মন যা' দেখে, তা' চিরন্তন সত্য হয়।


১০/০৪/২০২২
মিরপুর, ঢাকা।