মানুষের নিঃশ্বাস-প্রশ্বাস
বিশ্রামের গুল্মবায়ু খোঁজে,
দাবদাহে এলোমেলো চলে।
স্বপ্নাতুর দেহের ভেতরে
তন্দ্রালসা নামে ধীরে ধীরে।
উচ্ছিষ্ট হাওয়ার বিবর্ণতা,
স্বর্গ ও নরক, দোল খায়
ঈশানঝঞ্ঝার তাড়নায়।
হাসপাতালের শুভ্র বিছানা
উড়ে যায় বিশাল ডানায়,
কোন এক স্বপ্নাতুর দেশে;
ঘর-বাড়ি-লোকালয় ছেড়ে
শান্ত স্নিগ্ধ নিঝুম নগরে।
জাগরণে প্রহ্লাদিত মন
মৃদু সঙ্গীতের মুর্চ্ছণায়
নীল সমুদ্রের জলে নামে
রক্তলাল সূর্যাস্তের আভা;
অমৃতের ঝর্ণাধারা হয়ে
নিঃশব্দ স্পন্দনে বয়ে যায়
চিরসন্ধ্যা পারিজাত বনে।
সুমধুর নন্দিত তরঙ্গ,
মিহি আতরের গন্ধবহ,
পুলকিত করে শেষ যাত্রা।
চিরবঞ্চনার এ জীবন,
সুখ ভিক্ষাজীবী এই প্রাণ,
আহ্লাদিত হয়ে স্বপ্ন বোনে;
ধীরে ধীরে অতলে ডুবে সে,
অনন্ত সুখের তলদেশে।
মৃত্যুর আস্বাদ নিতে হয়
সকল প্রাণীর সবসময়।


১৮/০৫/২০২০
মিরপুর, ঢাকা।